সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ
পোর্টাল সাবস্ক্রাইব করুন
বিভাগীয় প্রধান
মোবাইল নং : 01558318767 (অফিসিয়াল)
ফোন (অফিস) : 01309119250 (অফিস)
ই-মেইল : nazrulgmrwc@gmail.com
ব্যাচ (বিসিএস) : 0
বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ১২ Aug. 13, 2006
জনাব মোঃ নজরুল ইসলাম, গ্রন্থাগারিক, জন্মঃ02-02-1967,জন্মস্থানঃ কালিগঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, পিতা ঃ মৃত কাজেম উদ্দিন মোল্লা, মাতা ঃ মৃত হামিদা খাতুন। উল্লাপাড়া মার্চেন্টস পাইলট হাইস্কুল থেকে1982 সালে এস এস সি (বিজ্ঞান), সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া থেকে এইচ এস সি(বিজ্ঞান) ও বিএসসি পাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) ডিগ্রী, অতপর রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি,এড ও এম,এড ডিগ্রী লাভ করেন।পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে এম, এ ডিগ্রী লাভ করেন। বেসরকারি পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছুকাল চাকুরির পর মাউশির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে 01-03-1997 তারিখে সহকারী গ্রন্থাগারিক পদে চুয়াডাঙ্গা সরকারি কলেজে যোগদান করেন। পরবর্তীতে বদলীর মাধ্যমে 17-01-2000 ইং তারিখে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ায় যোগদান করেন। পদোন্নতি পেয়ে 13-08-2006 তারিখ থেকে অত্র কলেজে গ্রন্থাগারিক পদে কর্মরত আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস