Main Comtent Skiped

নোটিশ বোর্ড


খবর

ভৌত অবকাঠামো

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের মোট জমির পরিমান ৩.৭৫ একর। স্বল্প পরিসরের এই ক্যাম্পাসের ভৌত অবকাঠামো খুব বেশি নয়। ১টি একাডেমিক ভবন, ১টি বিজ্ঞান এবং ১টি গ্রন্থাগার ভবন নিয়ে বর্তমানে কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি আবাসিক হোস্টেল। অন্যান্য স্থাপনার মধ্যে ১টি নান্দনিক প্রধান ফটক, ১টি শহিদ মিনার এবং একটি উম্মুক্ত মঞ্চ। নিচে স্থাপনাগুলোর সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো:

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ক্যাম্পাসের ভূমিচিত্র (Landscape)

ড্রোনচিত্রে কলেজ ক্যাম্পাস

একাডেমিক ভবন

নিচতলা  নির্মাণ : ১৯৬২ - ১৯৬৩
দ্বিতীয় তলা নির্মাণ : ১৯৬৪ - ১৯৬৫
তৃতীয় তলা নির্মাণ : ১৯৬৭ - ১৯৭৩

ভবন পরিচিতি : এটি কলেজের প্রাচীনতম ভবন। ১৯৮০ সালের পূর্বে এটিই ছিল কলেজের একমাত্র ভবন। কলেজ মাঠের দক্ষিণে এবং সুবিলের তীরে অবস্থিত ভবনটি পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৫০০ ফুট। ভবনটি দুইভাগে বিভক্ত। এর পূর্বাংশ শিক্ষার্থী হোস্টেল (২৩০ ফুট ী ৪০ ফুট) এবং পশ্চিাংশ একাডেমিক ভবন (২৭০ ফুট ী ৩২ ফুট)। হোস্টেল এবং একাডেমিক ভবনের মাঝখানে একটি সিঁড়ি আছে।

নিচতলা : অধ্যক্ষের কার্যালয়, অফিস, শিক্ষক পরিষদ মিলনায়তন, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, শারীরিক শিক্ষা বিভাগ, শ্রেণিকক্ষ ১০৮, ১০৯, ওয়াশরুম ও ১১০ নং কক্ষ।

দ্বিতীয় তলা : বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব., কক্ষ নং ২০১, ২০২, ২০৭, ২০৮ ও ২০৯।

তৃতীয় তলা : গণিত, পদার্থ ও রসায়ন বিভাগ, বিএনসিসি এবং কক্ষ নম্বর ৩০১, ৩১৬ (ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষ), রসায়ন ল্যাব. ও পদার্থ ল্যাব.।

একাডেমিক ভবন

গ্রন্থাগার ভবন
ভবনটি কলেজ মাঠের পূর্বাংশে এবং বেগম রোকেয়া ও জাহানারা হোস্টেলের পেছনে (উত্তরে) অবস্থিত। সাড়ে তিনতলা বিশিষ্ট ভবনটির (একাংশ চারতলা) দৈর্ঘ্য ১১২ ফুট এবং প্রস্থ ৩৫ ফুট। 

নিচতলা  নির্মাণ : ১৯৯০ - ১৯৯১

দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণ : ১৯৯২ - ১৯৯৩

চতুর্থ তলা (আংশিক) নির্মাণ : ২০১৭ - ২০১৮

ভবন পরিচিতি :
নিচতলা :  কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সংগ্রহশালা, ওয়াশরুম, সিঁড়ি ঘর ও লাইব্রেরি পাঠকক্ষ।

দ্বিতীয় তলা : শ্রেণিকক্ষ কাম অডিটোরিয়াম (কক্ষ নং ২১২), ওয়াশরুম, সিঁড়ি ঘর এবং শ্রেণিকক্ষ ২১১। 

তৃতীয় তলা : দর্শন বিভাগ, দর্শন বিভাগের শ্রেণিকক্ষ (কক্ষ নং ৩০৬), ওয়াশরুম, সিঁড়িঘর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং বিভাগের শ্রেণি ও  সেমিনার কক্ষ (কক্ষ নং ৩০৭)।

চতুর্থ তলা (আংশিক) : 
দর্শন বিভাগের শ্রেণি ও সেমিনার কক্ষ ( কক্ষ নং ৪০৭)।

গ্রন্থাগার ভবন

বিজ্ঞান ভবন

ভবনটি কলেজ মাঠের উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত। চারতলা বিশিষ্ট এল প্যাটার্নের ভবনটির দৈর্ঘ্য ২৩০ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট। 

নিচতলা  নির্মাণ : ১৯৯২ - ১৯৯৩
দ্বিতীয় তলা নির্মাণ : ১৯৯৩ - ১৯৯৪
তৃতীয় তলা নির্মাণ : ২০০১ - ২০০২
চতুর্থ তলা নির্মাণ : ২০০৫ - ২০০৬

ভবন পরিচিতি :
নিচতলা :  প্রবেশ পথ, উচ্চ মাধ্যমিক শাখা অফিস কক্ষ, উপাধ্যক্ষের কার্যালয়, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, সিঁড়িঘর, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগের ল্যাব. ও সেমিনার কক্ষ।

দ্বিতীয় তলা : আইসিটি ল্যাব., সার্ভার কক্ষ, আইসিটি অফিস/সিইডিপি প্রোজেক্টের ডেপুটি ম্যানেজার ও সদস্যদের অফিস, সিঁড়িঘর, সিইডিপি প্রোজেক্টের ম্যানেজারের কার্যালয়, উদ্ভিদবিদ্যা বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগের ল্যাব.।

তৃতীয় তলা : ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রেণি (কক্ষ নং ৩১২ ও ৩১৫) এবং বিভাগীয় সেমিনার কক্ষ।

চতুর্থ তলা : ইতিহাস বিভাগ এবং ইতিহাস বিভাগের শ্রেণি (কক্ষ নং ৪১২ ও ৪১৫) ও বিভাগীয় সেমিনার কক্ষ।

বিজ্ঞান ভবন

হোস্টেল

বর্তমানে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের তিনটি হোস্টেল রয়েছে। এগুলো হচ্ছে- ১. ময়জান নেছা ভাÐারী হল (তিনতলা বিশিষ্ট), ২. জাহানারা রহমান হল (চারতলা বিশিষ্ট) এবং ৩. বেগম রোকেয়া হল (চারতলা বিশিষ্ট)। হলগুলোর প্রতিষ্ঠাকাল ও আবাসন সিট সংখ্যা নি¤œরূপ :

ক্রম.    হলের নাম                        প্রতিষ্ঠাকাল           সিট সংখ্যা
১    ময়জান নেছা ভাণ্ডারী হল          ১৯৬৩ - ১৯৬৭           ১৭৬
২    জাহানারা রহমান হল              ২০০২ - ২০০৩           ১০০
৩    বেগম রোকেয়া হল               ২০১২ - ২০১৩             ৫৬

ময়জান নেছা ভাণ্ডারী হল

জাহানারা রহমান হল

বেগম রোকেয়া হল